ছল ছল জল দু’চোখে তোমার
কোন অপরাধে অপরাধী গো,
কি দাবী নিয়ে এই মিছিলে
বুলেটে জীবন দিতে এসেছো?
কি আছে তোমার, কি দেবে বলো;
তোমার পক্ষে কেনো দেবো রায়?
দু’চোখে ক্ষুধা, মগজে কেবল
লাভ-ক্ষতি অঙ্কেরা সাঁতরায়।।
তুমি তো ক্ষতিতে শুধু ফেসেছো…
কড়া পড়া হাত, ছেড়া চটি পায়
ছেড়া জামা গায়ে তুমি কে মানুষ,
অধিকার চাও শাণিত গলায়!
তুমি কি ফেলেছো হারিয়ে হুশ?
এ স্রোতে কিভাবে তুমি ভেসেছো?
১৮.০৪.২১
মন্তব্য করুন