যখন সন্ধ্যা নেমে আশে
তুমি আমার চারিপাশে
দাও জোনাকবাতি জ্বেলে;
আমি সবটুকু প্রেম জায়নামাজে
দিতাম যদি ঢেলে!!
আমি সর্বনাশে ডুব দিয়েছি প্রভু
আমার অন্ধ চোখের পর্দা তুমি তোলো
আমার এ কাধ বোঝা বইতে না আর পারে
দেখো নুইয়ে কেমন পড়ছি পাপের ভারে
সবাই যে যার মতো যাচ্ছে আমায় ফেলে।
রঙিন প্রজাপতির দল গিয়েছে ফিরে
আমি কাঁদছি ঝরা ফুলগুলোকে ঘিরে
প্রভু গ্রহণ করো কাওসারে নাও ধুয়ে;
আমি শিশুর মতো সব প্রয়োজন থুয়ে
কেবল তোমার ছায়ায় ঘুমোবো ঘুম পেলে।
১১.০৪.২১
মন্তব্য করুন