আঁধারে মিলেছে যে প্রেম / সাইফ আলি

আঁধারে মিলেছে যে প্রেম
সে প্রেমের তুলনা
দিতে পারি না
প্রিয়া, মনে করো না আমি
রমণীর প্রেমে মজে মরেছি;
এ গভীর রাতে শুধু স্রষ্টার কাছে আজ
নিজেকে সমর্পণ করেছি।।

ছন্দ হারিয়ে ফেলি
ভুলে যাই সুর,
তবু এ প্রেমের সুধা
এতো সুমধুর!
যেনো সময়ের সব কাটা টেনে ধরেছি
আর ঝিনুকের মতো করে
নিজেকে নিমজ্জিত করেছি।।

কিভাবে তারকা জপে
ও মধুর নাম,
পাথরের ভাষা যদি
বুঝতো গোলাম!
আমি আঁধারে হারিয়ে যেনো খুঁজে পেয়েছি;
তাঁর অতল প্রেমের ডোরে
আত্মসমর্পণ করেছি।।

০১.০৫.২১

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: