নদী তোর চোরা স্রোতের টানে
আমার ভাঙলো ভিটে-বাড়ি
তোর সঙ্গে আমার আড়ি।।
তোর পুরোন প্রেমের ব্যথা
আর বইতে পারি নারে,
তোর দুঃখ আছে যতো
সব আমায় দিয়ে যারে
যা একলা আমায় ছাড়ি।।
আমার সহাই ছিলো যা তার
সবটুকু তুই নিলি
কোন গোপন প্রেমিকারে
বল উজাড় করে দিলি;
তোর জোয়ার নেমে গেলে
তুই তাকেও যাবি ফেলে
তোর গতিবিধির প্রতি আমার
থাকবে নজরদারি।।
২২.০৪.২১
মন্তব্য করুন