আমার শহর তোমার কোলে
হাওয়ায় দোলে, গল্পে ভোলে;
আর না হলে তোমার আচল
তোমার চুলের ফিতেই ঝোলে।
আমার শহর তোমার সাথে
আস্তে ধীরে হচ্ছে বড়ো,
তোমার রেখায় আমার যত
বিন্দুরা সব হচ্ছে জড়ো।
তুমি বলতে তোমরা সবাই
যাদের নিয়ে আমার শহর,
যাদের নিয়ে অলিগলি,
অলিগলির প্রতিটা ঘর।
১৭.০৭.২১
মন্তব্য করুন