শহরের যতো আলোকসজ্জা ঘিরে
অন্ধকারের পোকাদের ওড়াউড়ি
ঘুমহীন রাত পার হয়ে যায় একা
ভোরের পাখিরা চাদর দিচ্ছে মুড়ি।।
পাশ ফিরে শোও প্রেয়সী আমার শোনো
তোমার উপরে অভিমান নেই কোনো
ভালোবাসা দাও, প্রেম দাও, এসো কাছে
ব্যস্ত শহরে এতোটুকু ছাড়া
প্রেমিক কিভাবে বাঁচে।।
ছাদে যাবে? চলো জোছনায় গিয়ে পুড়ি।
এই যে হাতের আঙুল চরছে তোমার চুলের ভাজে
এতটুকু জেনো শুদ্ধ ভীষণ হজার ভুলের মাঝে
মন খুলে দাও, প্রেয়সী আমার শোনো
তোমার কাছেতো নেই কিছু লুকোনো
সত্যি বলছি ভালোবাসি, ভালোবাসি
তোমার শুদ্ধ, ভুলে হওয়া ভুল,
তোমার কান্না-হাসি।।
এসো একসাথে ডানা মেলি, এসো উড়ি।
০৬.০৮.২১
মন্তব্য করুন