সব সাধুরাই পার পেয়ে যায় আমার বেলায় ধরা
জীবন আমার কয়লারে ভাই ময়লা দিয়ে ভরা।
এক সাধুজন টেবিল বাজায় অন্যে বাজায় ঢোল
ঘুসের টাকায় গয়না কিনে বিবির ভরায় কোল,
আর আমার বেলায় চাইতে গেলে পাওনা যেটুক যাও-
ধুরও মিঞা কাম করো না; কামাও তো সব ফাও!
বইলা বসে চ্যালারে কয় এইডারে কেউ সরারে ভাই
এইডারে কেউ সরা…
রঙিন জলে ডুব মেরে কেউ বেহুশ হয়ে সাধু
লালশালুতে কপাল কারো বুঝিনা এই জাদু
এই দেখে আর ভাল্লাগে না কাব্যে লাগাই ধ্যান
আমার বেলা পদ্মা শুকোয় বলতে পারিস ক্যান?
যেদিকে চাই খরা রে ভাই যেদিকে চাই খরা…
সাধুজনে কয়না কথা, খায় না নাকি মাছ
তলদে শুনি কুইম্মা গেছে বন বাদাড়ের গাছ!
ক্যামনে কি হয় বোঝার আগেই বাজেট নাকি পাশ
সব সাধুরাই দালান তোলে, আমার বেলায় বাঁশ!
দাদুই শুনে গাইল দিয়ে কয়- সররে ভরাপরা!
০৫.০৮.২১
মন্তব্য করুন