আর কতো পাতাঝরা শীত গেলে পর / সাইফ আলি

আর কতো পাতাঝরা শীত গেলে পর
বসন্ত খুঁজে পাবে আমাদের ঘর;
আর কতো শরতের শাদা শাদা মেঘ
বৃষ্টি না এনে শুধু আনবে আবেগ?
সৈকতে জমে আছে প্রশ্নের স্বর…

যখন ভেবেছি উঠে পাহাড় চুড়ায়
দেখবো কিভাবে তারা মুক্ত কুড়ায়;
ভেঙে গেছে ভুল একি ঝিনুক শামুক
ঘুমিয়েছে বুকে নিয়ে মুক্তোর সুখ।।
পুঁজির পাহাড়ে নাচে মৃত অন্তর…

পাহাড়ের ঢালে নেমে খুঁজে দেখি সুখ
পাহাড়ী নদীর স্রোতে একই সে অসুখ;
দু’হাত গুটিয়ে গুণে গুণে সঞ্চয়
সময়ের কাছে শুধু হেরে যেতে হয়!!
তবুও যায় না ব্যধি, যায় না এ জ্বর…

প্রভু এ চোখের জ্যোতি নিলে কেড়ে নাও
কাউসারে তবু এই তৃষ্ণা মিটাও…..
২৩/০৮/২১

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: