জল টলমল জলের বুকে
রঙিন আলোর দল,
জল টলমল কবির চোখে
প্রাপ্তি ছলছল।।
জল টলমল লেকের ধারে
জীবন জ্বালার সূত্রটারে
কেউ বা মিলায় কেউ বা হারে
যে হারে সেই খল।।
বদ্ধ লেকের জমাট কালো
তার বুকে কে জ্বালায় আলো
কেউ কি তাকে বাসলো ভালো
কেউ কি পেলো তল।।
০৩/০৯/২১
জল টলমল জলের বুকে
রঙিন আলোর দল,
জল টলমল কবির চোখে
প্রাপ্তি ছলছল।।
জল টলমল লেকের ধারে
জীবন জ্বালার সূত্রটারে
কেউ বা মিলায় কেউ বা হারে
যে হারে সেই খল।।
বদ্ধ লেকের জমাট কালো
তার বুকে কে জ্বালায় আলো
কেউ কি তাকে বাসলো ভালো
কেউ কি পেলো তল।।
০৩/০৯/২১
মন্তব্য করুন