আমি আমার আমিত্বেই কেনো ডুবছি বার বার
তুমি তোলো গো আমার, প্রভু তোলো গো আমার।।
কেনো আমার দু’টি হাত
দান করে হয় বড়ো
কেনো সেই লোভে এ মন
বলে আরো দান করো।।
আত্মসমর্পনেই সুখ পেতে চাই আবার…
কেনো আমার দু’টি চোখ
করে গোপনে যিনা,
লুটে সিজদাতেও কেনো
আমি তোমাই খুঁজছি না।।
যদি না মেলে ক্ষমা প্রভু কি হবে আমার…
কেনো এ মন সারাক্ষণ
শুধু খোঁজে অজুহাত,
আমিই কি মুনাফিক
তুমি করো গো তফাৎ।
দাও দৃষ্টি খুঁলে দাও, নাও সরিয়ে আঁধার…
১৪/০৯/২১
মন্তব্য করুন