একটা গান বানাতে চাই
তোকে জানাতে চাই
সেই গানের সুরে সুরে
তোকেই মানাতে চাই।।
তুই আসমানেরই চাঁদ
তোর মিথ্যে অপবাদ
যাক জোছনালোকে ধুয়ে;
দু’চোখ ফেরানো দায়।।
তোর কাজল দাগা চোখ
হোক প্রেমের কারণ হোক,
আমি দিকভোলা এক নাও
তোর চোখের দরিয়ায়।।
তোর দিঘল কালো চুল
যেনো আছড়ে পড়া ঢেউ
তোর পিঠের বালুকায়
শামুক হয়ে লুকাই।।
০৬/০৯/২১
মন্তব্য করুন