ওগো সুরকার
তুমি আমার এই গানে দাও সুর
এই মৃত অক্ষরে দাও প্রাণ ভরপুর।।
রাতের আঁধার কেটে
আলোর রেখা যেই ফুটলো,
ঘরছাড়া পাখিরা
জীবিকার সন্ধানে ছুটলো;
এলোকেশি তুমি এলে
জানালাটা খুলে দিলে
তোমার কপোল ছুঁলো
সোনা রদ্দুর…
পাখিদের মতো তুমি গান শোনালে
বেঁধে নিলে সুরের ঐ মোহন জালে
আমি ছটফট করি
তোমার দু’হাত ধরি
বার বার প্রেমে পড়ি ওগো সুরকার
অনুভুতিগুলো পায় গানের আকার।
কতো সুর জমে আছে
তোমার দু’চোখে তুমি জানো কি,
তোমার ঐ ঠোঁট দু’টো
সুরের সরাব তুমি মানো কি;
ও প্রেয়সী তুমি এলে
কিভাবে যে রুয়ে দিলে
অক্ষরে অক্ষরে
বেদনা মধুর…
০৭/০৯/২১
মন্তব্য করুন