পাখির সাথে পাখার হিসেব
তোর-আমারই মতো
বন্ধুরে তোর মনডা যদি
একটু নরম হতো।।
পাতার সাথে ডালের যেমন
নদীর সাথে কূলের,
তোর আর আমার হিসেব তেমন
বোটার সাথে ফুলের।।
বন্ধু, বাড়াসনে আর ক্ষত…
পাথরকুচি স্বপ্ন বুকে
হয়তো ভাবিস থাকবি সুখে
পড়বে না এই নদীর ছায়া
রূপোলী চাঁদ মুখে রে তোর
রূপোলী চাঁদ মুখে…
আসুক না মেঘ দেখবি তখন
তোর পাশে কে থাকে,
আঁধার হয়ে রাখবো ধরে
হাজার নদীর বাঁকে।।
বন্ধু, ঠেলিস দূরে যতো…
২৩/০৯/২১
মন্তব্য করুন