পাথরের ক্ষয় জানে যে সময়
সেই সময়ের সাথে
একে একে সব হয়ে যাবে নেই
যা ছিলো আমার হাতে,
তোমরা থাকবে, তোমারাই থাকো
তোমাদের নেই ভয়
আমি তো আমার মালিকের কাছে
সপেছি এই হৃদয়।।
অর্থের ভয়ে ভিতু নই আমি
আমি নই তার দাস,
ধনি গরিবের এ সভ্যতায়
আমার অবিশ্বাস।
সেই সঞ্চয় কি কাজে আসবে
আসে না আমার বোধে
যেই সঞ্চয় মৃত্যুর ব্যথা
আসবে না পরিশোধে।।
তাকে হারাতে কিসের ভয়?
ক্ষমতা আমার কতটুকু জানি
দু’হাতে কতোটা জোর,
আমার চাওয়াতে রুখবে না রাত
কিংবা এই শহর
শুনবে না কথা, স্বার্থ কি তার
স্বার্থ আমার তাই
তোমাদের কাছে সুরে সুরে শুধু
এই গান গেয়ে যাই-
যদি খুঁজে পাও পরিচয়।।
২৩/০৯/২১
মন্তব্য করুন