বাসলো না ভালো কেউ
জ্বাললো না আলো কেউ
পাখি তোর পালকেও হাওয়া নেই
তোর কাছে কারো চাওয়া পাওয়া নেই;
তুই দূরে চলে যা
উড়ে চলে যা
তোর কোনো বাসা নেই, আশা নেই।।
পাখি তুই শহরের
জানালায় বসে
অংকটা কষে
মিলানোর চেষ্টায় কি ব্যাকুল!
তোর বুঝি ডানা নেই?
উড়তেতো মানা নেই
কেনো পঁচে মরছিস এখানেই;
তোর ভালোবাসা নেই আশা নেই।।
পাখি তুই ছাদে বসে একাকি
এলো সুর? হলো গান লেখা কি?
কতো ভোর চলে গেলো
তোর গান শুনে ঘুম ভাঙেনি,
তোর আকাশ বুঝি আজো রাঙেনি।
পাখি তোর এভাবেই
বুঝি দিন যাবে
অংক মিলাবে
অন্যেরা ঠিক ঠিক দেখে নিস;
তোর বুঝি ডানা নেই?
উড়তেতো মানা নেই
ডানা মেলে উড়তেই লেখে নিস
প্রাণ খুঁজে পাবি তুই এখানেই।।
০৫/০৯/২১
মন্তব্য করুন