ভেঙে গেছে মন তাই সারাক্ষণ
গুনগুন করে গাই
প্রথম মিলনে একসাথে পাওয়া
ব্যথার কোরাসটাই।।
ওরে মন
মিলনের ব্যথা বোঝেনা যে জন
কি ভাবে সে সুখ পায়?
বৃষ্টির সুখে কেঁদেছে যে মাটি
বুকে তার ডাকে বান
লাঙলের ফলা গেঁথে দেয় তাতে
কৃষকের তাজা প্রাণ;
শহরতলির পাঁচতলা বাড়ি
সে সুখের হাড়ি চাটে।
কত মিলনের কষ্টে জানো কি
এ সুখের রাত কাটে?
না বুঝলে বলো, তোমাদের বলে
বোঝানো আমার দায়…
মিলনের ব্যথা জেনেছে যে তার
সুখে থাকে অধিকার
ভাঙে আর গড়ে কতবার বলো
হৃদয়ের সংসার;
পরাজয় মেনে নেয় বলে কেউ
বিজয়ের হাসি হাসো,
ঘৃণার দৃষ্টি মুছে যাক প্রিয়
একবার ভালোবাসো।
তুমি না চাইলে, না চাইতে পারো
তোমাকে আমার চাই…
২৩/০৯/২১
মন্তব্য করুন