যে হাওয়ায় দোলে মন
ভোলে মন, খোলে মন
সে হাওয়া এসেছে সকালে
মনপাখি ডাকে বসে মগডালে।।
বনের সবুজে কি রঙ লেগেছে
কি মায়া জেগেছে গো ফুলে,
গন্ধ বিলিয়ে ছন্দ মিলিয়ে
কবিতা লেখেছে বকুলে।।
পাখিরা গানে গানে মেতেছে যেনো আজ
বসন্তের এ সকালে…
কমলা সুন্দরী শিউলি মরি মরি
তোর দুু’হাত ভরি কিসে যে,
বাসতে ভালো তোকে ধুলোবালির মতো
ঘাসের বুকে যাবো মিশে যে…
মনের গভীরে কি সুর মেতেছে
যে কান পেতেছে সে জানে
কেবল প্রেম ছাড়া আর তো কিছু নেই
জানে সে কবির এ দোকানে।।
তবু এ কোন হাওয়া লেগেছে আহারে
আমার এ ছেঁড়াফাটা পালে…
০৫/০৯/২১
মন্তব্য করুন