অযথা কথা নিওনা
সে প্রেম তুমি দিওনা
যে প্রেমে শুধু পোড়ে মন
আমাকে তা শিখিও না।।
কি হয় নেমে জলেতে
যদি না থাকে হাসের মন
জীবন তার কেটে যায়
ভেসে ডুবেই সারাক্ষণ।।
না, জলেতে নামিও না…
আকাশের প্রেমে পড়েছি
বাতাসের ছন্দ মনে
পারোতো তুমিও পড়ো
রেখো না দ্বন্দ্ব মনে।
ভেঙোনা ডাল ঝড়েতে
কষ্ট তুমি পেওনা
বুঝোনা ভুল বুঝোনা
এ পোড়া ফুল চেও না।।
আবার তা পুড়িও না।
০৩/১০/২১