আজ এই রাত
ঘুমহীন কেটে যাবে তোমাকে ছাড়াই,
ঝড়ে ভাঙা পাখিটার ঝাপসা দু’চোখ
অথৈ সাগর ডাকে একা নিরালায়।।
হাসের ঠোঁটের মতো তোমার কাদায়
শামুকের সুখ খুঁজে কাটে বেলা যার
আকাশের তারা ঘেঁটে সে কি পাবে সুখ?
নাবিকের চোখ বলো সে পাবে কোথায়??
খাবি খেয়ে বেঁচে থাকা মাছের দু’চোখ
জলের ভাষায় কথা বলে না;
রমণীর মন তাই গলে না।
পাখির হৃদয় পোড়া গন্ধ কি পাও
ফিরে এসো ক্ষতগুলো আমাকে দেখাও
আমাকে শেখাও প্রেম, প্রেমিকা আমার
প্রবেশাধীকার দাও তোমার পাড়ায়।।
১৪/১০/২১
মন্তব্য করুন