আমরা এখানে কতোটা স্বপ্নে বিভোর তুমি কি জানো
আশা হতাশার ঢেউয়ে আমাদের প্রতিদিন সাঁতরানো,
বকুলের ঘ্রাণে বুক ভরে রাখি, শরীরের ঘ্রাণে রাত
আলো আঁধারের প্রতিদিন এই মোহনায় সাক্ষাত
এরই মাঝে কিছু হচ্ছে কবিতা, ছবি আঁকা, কিছু গানও।।
এই নদী জল সোঁদা মাটি এই ফসলের মাঠ জানে
শরীরের ঘ্রাণ কতোটা তীব্র প্রাণের জোয়ার আনে,
এই মেঠো পথ, রঙধনু, মেঘ, একাকি রাখাল বেলা!
যেনো জীবনের লাল ঘুড়ি মেখে বর্ণিল অবহেলা
আকাশে উড়ছে, ওগো লাল ঘুড়ি নাটায়ের টান মানো।।
বুনো কবুতর ঝাঁক বেঁধে যেনো এই সুন্দরে এসে
ডানার জোয়ার হারিয়েছে শুধু খড়কুটো ভালোবেসে
দু’চোখে নতুন ফসলের সুখ, দু’হাতে জাদুর কাঠি
মাঠ-ঘাট মুড়ে রাখা আমাদের স্নিগ্ধ শীতল পাটি
এসো হে বন্ধু আমাদের সাথে জীবনের ধান ভানো।।
০৬/১০/২১
মন্তব্য করুন