আমিও অবাক হই
তোমাদের কথা শুনে
তারা গুণে দিনের আকাশে!
তোমরা দেখোনা কেউ
আগুন লাগিয়ে কারা
মিটি মিটি হাসে।
কথা ছিলো সংবাদ
পাঠ হলে শব্দের রুহে
হাত রেখে করবে বিচার,
অথচ তোমরা আজ
নিজেরাই বিচারক,
কথা নেই, ব্যাখ্যা নেই, সাক্ষ্য নেই
নেই কোনো বোধের বালাই
ঝাপিয়ে পড়ছো; ইশশ!
পাবে বকশিস?
কোরান কি বলে?
তোমাদের বোধের দোকান
মেধাহীন বুঝি আজ এভাবেই চলে?
১৬/১০/২১
মন্তব্য করুন