আমি রোজ কথা কই
স্বপ্নের কথা,
তুমি শুনে হাসো;
হয়তো পাগল ভাবো তবু ভালোবাসো।
আমি বুঝি তুমিও তা চাও
মুখ ফুটে বলো না কেবল
হয়তো বা ভয় পাও
পরাজিত হতে।
পরাজিত মানেই তো নিচু হয়ে বাঁচা!
মানুষের দৃষ্টি এড়িয়ে
একা একা লজ্জায় হেট হয়ে থাকা।
তার চেয়ে ঢের ভালো দর্শক হয়ে
করতালি দেওয়া, অথবা দুঃখ পেয়ে
চুপি চুপি সরে পড়া, চিনবে না কেউ;
বলবে না ডেকে কটু কথা।
আমি জানো পরাজিত হই
ভেঙে পড়ি, ডুবে যাই
তবু কই
স্বপ্নের কথা
তুমি শুনে হাসো;
হয়তো পাগল ভাবো তবু ভালোবাসো।
১৭/১০/২১
মন্তব্য করুন