উস্কে দিলো আগুন কারা
পুড়লো ধানের ভুঁই,
সুনা ধানের সে ছাই এখন
কার গুলাতে থুই!
আমার পুড়লো ধানের ভুঁই…
আসলো বিলেই খবর নিয়ে
ধরছে আগুন চুলোয়
কাতল মাছের মুড়োডা তাই
গড়াচ্ছে এই ধুলোয়!
আমি দুঃখ কনে থুই!
আমার কষ্ট কনে থুই!
রহিম মিঞা হাওয়ায় দেখে হাওয়ায় শুনে কয়,
‘এই অবিচার এক্কেবারে মাইন্যা নিবার নয়।’
সমস্বরে উঠলো আওয়াজ, ‘হয় রে বাবা হয়।
এই অবিচার এক্কেবারে মাইন্যা নিবার নয়।’
আসলে ভাই কবোডা কি
সত্য সহজ নয়,
সাক্ষ্য ছাড়া হয়না বিচার
কুরান তো তাই কয়।।
পাক কুরানে সমাজডারে
ক্যামনে আমি ধুই?
১৬/১০/২১
মন্তব্য করুন