এইসব খুটিনাটি থাকবে না পরিপাটি
তুমি আমি চলে গেলে বদলাবে সব,
জানিনা তোমার কথা তুমি কি আমার মতো
মৃত্যুকে করো অনুভব?
যে ঘর হারায় পাখি তার
খড়কুটো খুলে যায়
ঘর ছিলো ভুলে যায়
জঞ্জাল করে হাহাকার।।
(জানি) আমি তুমি চলে গেলে থেমে যাবে এই কলোরব…
দু’দিনের মুসাফির সুদিনের ঘোরে কেনো থাকো
এ কেমন মরিচিকা মায়ায় জড়ানো চোখ
আনমনে কারে তুমি ডাকো…
যে নদী হারায় স্রোত তার
হৃদয় শুকিয়ে যায়
ধীরে ধীরে নিরুপায়
গুটায় সে তার সংসার।।
(জানি) আমি তুমি চলে গেলে থেমে যাবে এই কলোরব…
২৪/০৯/২২
মন্তব্য করুন