এই জাহাজের নাবিক নেই
দিক ঠিক নেই
ইচ্ছেই নাবিক,
সমুদ্রের যত রুদ্রের কাছে ক্ষুদের
মতো নত নই আমি নির্ভিক।।
আরে ভয় কি এই ক্ষয় কি
রোধ করা যায় সময়ের
তবে চিত্ত কেনো নিত্য
হবে ভৃত্য এ ভয়ের?
ভয় নিশ্চয় ডাকে মৃ্ত্যুই আংশিক।
ভীত জমিনের বুকে সাহসের গাড়ি পতাকা
এই কপালে বলো মৃ্ত্যুর চেয়ে বড় আর আছে কি আঁকা।
এই জাহাজের নাবিক সেই
মহা স্রষ্টার দিকে ধায়
যার করাণার জলে ভেজে আর
যার প্রেমে হয় নিরুপায়!
শুধু তাঁর ভয় করে মোহময় চারিদিক!
২৯/০৯/২২
মন্তব্য করুন