ও মেঘের নাম দেবো কি
যে মেঘের বৃষ্টি মেখে পাগোল হয়েছি।।
যে মেঘে চাঁদ ঢেকেছে
জোছনা আটকে গেছে
যে মেঘের ঝলক দেখে
ভিজতে ভীষণ সখ জেগেছে।।
সে মেঘের নাম দেবো কি?
আষাঢ়ের এই বেলাতে
এ ক্যামন গল্পে মেতে
উঠলো রে মন কলমিলতা;
ও কবি দাওনা রেখে
কচুর পাতায় মনের কথা।
চলো সেই মেঘের বাড়ি
পথে নেই পুলিশ ফাঁড়ি
দু’হাতে উল্টে আসি
ছলকে ওঠা মেঘের হাড়ি।।
আমি তার দাম দেবো কি?
০৩/১০/২১
মন্তব্য করুন