চোখের পানি ফুল গো জানি
ঝরলে যে ফুল বাড়ে প্রেম,
আমারে বানাইছেন যিনি
আমি হলাম তাঁর খাদেম।।
সুখে দুঃখে নানান রকম
চিন্তা আসে তোর যখন
সব এড়িয়ে তাঁর সন্ধানে
ব্যস্ত হয়ে যাস তখন।।
ও রে মন,
এই জগতে তাঁর চেয়ে আর
হবে না তোর কেউ আপন;
অশ্রু ফুলে ফুলে মন তুই
সাজাস তোর গোপন হেরেম।
শেষ বিচারে পড়লে ধরা
থাকবে না আর কিছুই করা
মন মাঝে সেই পেরেশানি
বাজতে থাকুক সারাক্ষণ।
পাপের কথা স্মরণ করে
সেজদাতে ঝরালে ফুল
উথাল পাথাল দরিয়াতেও
মালিকে মিলাবেন কূল।।
ও রে মন,
…………………………………
সাজাস তোর গোপন হেরেম।
০৩/১০/২১
মন্তব্য করুন