জীবন মৃত্যুর মালিক তুমি
দুঃখ সুখের মালিক তুমি
আমারে তরাও,
আমি উথাল পাথাল জলের বুকে
ছোট্ট একটা নাও।।
মনমাঝি মোর বৈঠা হাতে
ভুললে গো পথ সন্ধ্যারাতে
তুমিই পথ দেখাও
মালিক আমারে তরাও…
মনমাঝি মোর পাল তুলে দে
দে দে নোঙর দে খুলে দে
ভয় পাবো কি আর?
ঢেউ ভাঙা এই পথেই যদি
মালিকের দিদার।
জলের বুকে একূল ওকূল
কোনটা সঠিক কোনটা যে ভুল
আমারে শেখাও
মালিক আমারে তরাও…
১২/১০/২১
মন্তব্য করুন