তুমি যে গানের পাখি
সে গানের সুর দিলো কে?
গীতিকার কে গো তোমার
নাম বলোতো; চিনবে লোকে।
তোমার ঐ গানের তালে
ভেঙেছে ঘুম সকালে
রেঙেছে পূবের আকাশ
ফুল ফুটেছে ডালে ডালে!
ও গানের মর্ম বুঝি ফুল হয়েছে তোমার চোখে!
মাটিতে ঝরলে ও ফুল
মাটিও পায়না গো কূল,
লুটিয়ে পড়ে এক পলোকে
ও পাখি গানের পাখি
পাখি ও প্রাণের পাখি
তোমার ঐ ছন্দভরা
সুরের ডালি কোথায় রাখি!
হৃদয়ে রাখলে তারে সিজদাতে এ হৃদয় ঝোকে!
০৭/১০/২১
মন্তব্য করুন