রক্তের চেয়ে লাল যে সকাল তার গাল
ছুঁয়ে হোক বিপ্লব.. বিপ্লব.. বিপ্লব..
রক্তিম যে আভায়, যে হাওয়ায়, ইশারায়
ভোর হয় তার সব জুড়ে হোক বিপ্লব
বিপ্লব.. বিপ্লব..
নিরাশার ঘোর কেটে,
গরীবের খালি পেটে
জোড়াতালি বস্তিতে
দারুণ অস্বস্তিতে
হয়ে যাক বিপ্লব
বিপ্লব.. বিপ্লব..
শ্রমিকের হাড় ফেটে
বেরোনো সুবাস চেটে
যে কুকুর ঘেউ করে,
আচলের গিট খুলে
যেই ব্যাঙ ফুলে ফুলে
ভরশার গান তুলে
করে যায় চিট,
আটকিয়ে দিতে আজ তাদের টিকিট
হয়ে যাক বিপ্লব
বিপ্লব.. বিপ্লব..
বাসমতি চালে রোজ
বিরিয়ানি যার ভোজ
একাউন্ট ঘেঁটে আর
গোপণ পকেটে তার
পাওয়া যাবে চুরি যাওয়া
রহিমের সংসার!
বিপ্লব… বিপ্লব…
শহরে নগরে আজ
বিপ্লব… বিপ্লব…
পাল্টাতে এ সমাজ
বিপ্লব… বিপ্লব…
স্বপ্নের ঘোরে হোক
বিপ্লব… বিপ্লব…
রক্তিম ভোরে হোক
বিপ্লব… বিপ্লব…
মধ্য দুপুরে হোক
বিপ্লব… বিপ্লব…
সারাদিন জুড়ে হোক
সন্ধ্যায় রাতে হোক
জীবন জাগাতে হোক
হোক একসাথে হোক
বিপ্লব… বিপ্লব…
৩০/০৯/২১
মন্তব্য করুন