সব সাগরেই নুনতা পানি নদীর কাছে যাও,
আমার চোখে চোখ রেখে ক্যান নাওডারে ডুবাও?
পরাণগো তুমি সাবধানে না’ বাও…
উঠলে তুফান এই বুকেতে উথাল পাথাল ঢেউ
সে ঢেউ ভাঙার সাধ করে না শুনছি পাগলেও,
তুমি কেমন পাগল নাও ভাসিয়ে তুফানমুখী ধাও…
নীল জানো না গভীর কেমন? আসমানে তাকাও
সুখের তারা লক্ষ-কোটি মুহুর্তে উধাও,
তুমি কেমন মাঝি নোঙর ফেলো, নিজেরে বুঝাও…
আর যদি হও জলের মতো থাকতে পারো বুকে,
আসুক তুফান ঢেউ হয়ে যাও ভাসাও ডুবাও সুখে।
পরানগো যদি জল দেখে ডরাও
আমার চোখে চোখ রেখে ক্যান নাওডারে ডুবাও?
১৭/১০/২১
মন্তব্য করুন