হয়তো বা আর ক’টা দিন তারপর
চলে যাবো পড়ে রবে শূন্য এ ঘর,
হয়তো বা হাসিখুশি ভোরগুলো রাত
দৃষ্টি পারেনি ছুঁতে তার সে আঘাত।।
হতাশার কুয়াশাতে ভেজা অন্তর।
আলো হাতে মুসাফির কে গো তুমি কে
‘জাগো জাগো..’ বলে শুধু যাচ্ছো হেকে?
একাকি মিছিল নিয়ে যাবে কতদূর
আমাকে শেখাও ঐ শ্লোগান মধুর।।
কাওসারে ভিজে যাক আহত এ স্বর।
……………
০৩/১০/২১
মন্তব্য করুন