মেঘলা আকাশ, সন্ধ্যা নামার একটু পরই দুপুর হলে
আরেকটু পর নীলের মায়ায় লালচে আভা তুলোর মতো!
এমন করে যখন তখন বদলে যাওয়া আকাশ হলে
কেমন করে ভুলবো বলো; তুলবো ঘরে কেমন করে?
একটু খানি সহজ করো, চাঁদ হয়ে যাও
আর না হলে মেঘের কুচি,
মোমের মতো গড়িয়ে পড়ো হাতের উপর, পুড়ুক না হাত;
জোছনা হয়ে গিলতে পারো উপচে পড়া সবটুকু রাত।
হাত ধরে কেউ নিখোঁজ হলে তার খোঁজে না যাওয়াই ভালো;
আমরা দু’জন জ্বলবো যখন বলবে না কেউ- জ্বলছে আলো।
২৫/১০/২১