আর কতবার পড়লে প্রেমে
প্রেমিক তারে কও,
প্রেমের আঁধার বলো দেখি
প্রেমিক তুমি নও?
কপালে গোলাপ মেখে
চাদরে রেখেছো ঢেকে
সারা দুনিয়া,
কিভাবে তোমাকে পাবো
আঁধারে হারাবো বুঝি ব্যকুল এ হিয়া।
এ কেমন স্রোত তুমি
এতো সুখে বও!!
জানালার মূল্য কি
চাঁদ সমতুল্য কি?
কখনো তা না;
তবে তুমি চাঁদ ছুঁতে
চাও যদি এনে দেবো ভরা জোছনা।
তবু তুমি চোখ পেতে
যদি বসে রও!!
১২.১২.২১
মন্তব্য করুন