আমিই তো সেই চাঁদের নেশায় উড়ন্ত মেঘ
জোছনা মেখে দাড়াইনে
অনন্তবার ফিরে আসার রেকর্ড আমার
খেয়ালে মন হারাইনে।
আমিই তো সে,
আয়না দেখার ভান করে যে তোমায় দেখে
গোলাপ কাটায় না জড়িয়ে
মনের সুখে কাব্য লেখে।
মন পেতে যেই পথ ধরে সব, সহজ ভেবে
সেই পথে পা বাড়াইনে।
১০.১১.২১
মন্তব্য করুন