এতো সুন্দর
কাজলে আঁকা ঐ চোখদুটো তোর
এতো সুন্দর!
যেনো মায়াবী রাত নির্ঘুম
কোলে নিয়ে বসে আছে ঝলমলে ভোর।।
তোর কপোলের তিল
ছুঁয়ে আকাশের নীল
যেনো কবি হয়ে বসে দ্যাখে
তারার মিছিল!
তুই এতো সুন্দর!
তোর ঠোঁটের গোধুলি মেখে
যে পথ গিয়েছে বেঁকে
সে পথে হেটে
জীবন করেছি ক্ষয়
ধুলো নিয়ে বসে আছি বুকপকেটে।
তুই এতো সুন্দর!
প্রিয়া আর কোনো চোখ
তোর প্রেমিক না হোক
না মরুক তোর প্রেমে
আর কোনো লোক।
তোর চুলের আঁধার
করে শান্ত আমার
আমি একাকি হরিণ চরি সঙ্গোপনে
কেউ আমাকে না খুঁজে পাক এ নির্জনে;
কেবলি আমার এ একান্ত শহর।
০১.১১.২১
মন্তব্য করুন