এসো এই সুন্দরে মিশে যাই
মিশে যাই এ সবুজ কাব্যে
পাখিদের রচে যাওয়া ছন্দে
ভেবনা কি লোকে আজ ভাববে।।
যদি মন চায় ঘুড়ি উড়াতে
সারাটা বিকাল ঘুড়ি উড়াবো,
যদি চায় হাস হয়ে এখানেই
শামুকের সুখ ঠোঁটে কুড়াবো;
চলো মিশে যাই এ মায়ার নদীতে
চাইলে ওরাও সাথে লাববে।।
ঢেউ ঢেউ জীবনের ছন্দ,
পতনেও থেমে যাওয়া যায় না;
যারা শুধু সুখ খুঁজে মরে যায়
যাপনের সুখ তারা পায় না।
যদি এই সুন্দরে ব্যথা দেয়
সে ব্যথাই বুকে ধরে রাখবো,
নীড়ভাঙা পাখিদের মিছিলে
দু’জনে না হয় গিয়ে থাকবো;
তবু এসো এই সুন্দরে মিশে যাই
জীবনের এই মহাকাব্যে।।
*লাববে = নামবে (আঞ্চলিক উচ্চারণ)
২৬.১০.২১