কি গভীর আঁধারে হারিয়ে গিয়েছো
তোমাকে দেখি না, তুমি কি দেখছো;
তুমি কি শুনছো আমার এই গান
হৃদয়ের এ আজান?
বিকালের এ আকাশ ছিলো না তো এমন
একাকী বিবাগী এলোমেলো কেমন!
পাখিদের আকাশে এ কেমন এলো মেঘ
ডুবাতে যেনো আজ দু’চোখের এ উঠান।
পারিনি ফেরাতে তোমাকে সে রাতে
কি ঘুমে কি ঘোরে হাত রেখে এ হাতে
হারালে এভাবে ফিরে আর এলে না
দেওলিয়া এখন হৃদয়ের এ দোকান।
২৩.১১.২১
মন্তব্য করুন