অখ্যাত এক গলির মুখে
ও মন তুমি কাঁদছিলে না?
শিউলি ফুলের মালার মতো
দুঃখগুলো বাঁধছিলে না?
তোমার মালা কিনবে যারা
সুখ ভাঙিয়ে অল্প দামে,
প্রেমিক তারা হতেও পারে
আর না হলে প্রেমের নামে
ছল চাতুরি তাদের পেশা।
আচ্ছা তোমার ঠোঁটের হাসি
ছাপিয়ে অমন কান্নাগুলো
বের হয়ে যায় হর-হামেশা?
যাক সে কথা, সাবধানে খুব
চলবে কেমন, দিন ভালো না;
দুঃখ করে লাভ কি বলো
দুঃথ তো আর জমকালো না।
২১/১১/২১
মন্তব্য করুন