নেমেছো ধুলোতে প্রিয়তম পরী
দুহাতে তুলেছো ঝরা ফুলরাশি
তুমি সাধারণে অসাধারণ তাই
জানো না তোমাকে কতো ভালোবাসি!
আকাশের তারারা থেকে যাক আকাশে
তুমি হাসলে আমার এ শহর হাসে
মেঘেদের আড়ালে ঢেকে যায় যদি চাঁদ
তবু পূর্ণিমা আজ, তুমি থেকো পাশে;
ও সমুদ্র বুকে যত জলরাশি
ভালোবাসি তোমায় তত ভালোবাসি…
পাঁজরের এ ব্যথার তোমাতে উপশম
হয়েছো তুমি ঢাল না হলে এ জখম
ছিনিয়ে নিতো হায় দু’হাতের সঞ্চয়;
ওগো রূপবতি প্রেয়সী অনুপম!
ও সমুদ্র বুকে যত জলরাশি
ভালোবাসি তোমায় তত ভালোবাসি…
২৩.১১.২১
মন্তব্য করুন