পাখিদের সাথে আর যাওয়া হলো না আমার
খ্যালে তোর দু’টো চোখ খ্যালা নাটাই-সুতার।।
যদি দ্রোহের আগুন পোড়ায় আমাকে
তোর প্রেম যমুনায় আমি নিভাই তাকে,
তোর চোখের কাজল বেয়ে সন্ধ্যা এলেই
দারুণ আদরে টানে রাত্রি আমার।
তুই একলা রাতের চাঁদ-জোছনা-তারা
তোর হাসপাতালেই মরে শূন্যতারা
তোর হাতের আঙুুলগুলো চরলে বুকেই
ফুল ও ফসলে ভরে উঠবে খামার।
৩১.১০.২১