ভুলে গেছি আমি কিছুতে আমার
মনে পড়ছে না কিসে
খুন হয়ে গেলো সন্ধ্যা এমন
রাত্রি হারালো দিশে।।
সন্ধ্যা আমার কবিতার রঙ
রাত ছিলো প্রিয়তমা!
বেচে যাওয়া সুর, শব্দের ঝুলি,
নোটবুক, দাড়ি-কমা
ঝুলে আছে যেনো বাদুড় ঝুলছে
হৃদয়ের কার্নিশে।।
ভুলে যাওয়া খুব সহজ বিষয়
মনে রাখা নয় সোজা,
একটা জীবন মনে রাখা মানে
এক জীবনের বোঝা;
তাই আমি খুব সহজেই ভুলি,
মরি না অমন বিষে।।
৩১.১০.২১
মন্তব্য করুন