মরেছি সুখের নেশায়
কেনো রে দুঃখ দিলি কষ্ট দিলি ও মাধবী
ও চোখের আকাশ নীলে মেঘ মিছিলে ভাঙছে কবি…
যদি চোখ বন্ধ করিস দেখতে পাবি আমার ছবি।।
বাতাসে কলজে পোড়া গন্ধ ভাসে; কে রাঁধুনী?
দেখোতো কয়টা গোলাপ লাশের পাশে; কে তার খুণী?
খুঁজে কেউ পায় না কিছু, ক্যামনে পাবে আমিই যে লাশ,
মরেছে একটা পাখির অত্যাচারে আমার আকাশ;
ও পাখি শর্ত কি তোর; কি পেলে তুই আমার হবি?
এ বুকের সব জানালা নিস খুলে তোর ইচ্ছেমতো
মানা কেউ করবে নারে…
পাখি তোর নখের আঁচড় আর কে আছে সইতে পারে?
মরেছি সুখের নেশায়, জানিস পাখি সুখ কারে কয়?
থাকে না র্যাপিং পেপার রঙিন ফিতায় সুখ নিশ্চয়।
পাখি তোর খড়কুটো আর পাতার বাসায় রোদ পড়েছে,
যদি চাস এ হাত ধরে সুখ পোহাবি আমার সাথে;
দেখাবো সুখ কারে কয়, কিসের নেশায় পুড়লো কবি।
০৭.১১.২১
মন্তব্য করুন