শুনেছি শহর ছেড়ে কোনো এক গ্রামের পথে
সে এখন একলা একা হয়েছে গানের পাখি,
দু’চোখে গোবরে পোকার রঙ মেখে সে এখন নাকি
গিয়েছে শিল্পী হয়ে; থাকে না এই জগতে।।
সে এখন ব্যথার খোঁজে ব্যাকুল থাকে
বাজারে ব্যথার নাকি কাটতি বেশি,
পাখিদের পাখায় ল্যাখে মনের কথা
লোকে কয় ভণ্ড ব্যটা ছদ্মবেশি;
সে শুধুই জীবন মাখে আমার মতে।
জানি না এই শহরে বন্ধু কে তার
করেছে চেষ্টা কে তার হৃদয় জেতার
সে কি খুব প্রেমের কাঙাল পায়নি বলে
নদী আর সবুজ বুকে পড়লো ঢলে।
যদি হয় তার মতো কি আমার দু’চোখ
পোড়ে না, হয়না দু’পা ভীষণ ভারি?
আমার এই পাখির চোখে পোকার নেশা
আমিও তার মতো এক স্বপ্নচারী।
হয়তো ভাসছে ভেলা ভিন্ন স্রোতে।
২৭.১০.২১
মন্তব্য করুন