হঠাৎ সে মেঘগুলো জড়ো হয়ে আজ
এ কোন বৃষ্টি নিয়ে এলো
নিভে গেছে বাতিগুলো, জমেছে আঁধার;
বৈরি বাতাস এলোমেলো।।
প্রিয়া তুমি জানালায় হাত রেখে কি মায়ায়!
আমি একা বসে আছি, এসো এখানে।
এই ঝড় ভেঙে ফের গড়তে জানে…
তুমি এ বুকে সওয়ার হও
জলের মতোন বও
বিজলিতে পুড়ে যাওয়া বৃক্ষটাকে
পারলে শিকড়সহ উপড়ে ফেলো…
জানালাটা খোলা থাক
সবকিছু বৃষ্টিতে যায় ভিজে যাক
তবু একটু হৃদয় আজ অবসর পাক…
জল ছল ছল চোখ আজ
তোমার না হোক ।
বৃষ্টিভেজা দু’টো ওষ্ঠে তোমার
আঙুল ছোঁয়াতে কেনো পাচ্ছি ভয়
যেনো, নতুন তোমার সাথে আজ পরিচয়!
বুঝি! অনেক ব্যথার পরে কবিতা আমার
কবির কলম খুঁজে পেলো!
১০.১১.২১
মন্তব্য করুন