অবশেষে এ আকাশে উঠলে গো চাঁদ
পাষাণ পাঁজর ফুঁড়ে প্রেমের আবাদ
শুরু হলো শুরু হলো শুরু হলো আজ।
দু’চোখে তোমার কি নিঁখুত কারুকাজ!!
মেঘেদের মতো হোক তোমার উড়াল
বৃষ্টির রিমঝিম কাব্য বুকে
ভেজা এ জমিন ফুঁড়ে ফসলের ঘ্রাণ
বের হতে তোমাকেই ভাববো সুখে।।
এই শব্দ দুষণ শেষে শুনবো তখন
হৃদয়ে হৃদয় পুরে প্রেমের আওয়াজ…
দুর্বা ঘাসের মতো যেনো চিরকাল
তোমার চলার পথ আঁকড়ে থাকি
রঙধনুকের রঙ তুলিতে ভরে
তোমার হৃদয়পটে দৃশ্য আঁকি।।
যেই দৃশ্যে কেবল আমি একলা চকোর
কার দিকে চেয়ে তুমি করো আন্দাজ।
শহরের অলিগুলি ভেজা’ জানালায়
রোদ ঝলমলে প্রতি সকাল বেলায়
বেড়ে ওঠা প্রেম ছুঁয়ে করছি শপথ
তোমাকেই সাথে নিয়ে ভাসবো ভেলায়।।
শুধু দুঃখ কখনো যদি ভাঙন আনে
প্রিয়তমা হয়ো তুমি হৃদয়ের তাজ।
১৪.০২.২২
মন্তব্য করুন