আমাদের কারো কাছে ছিলো না কিছুই
অথচ আমরা কোরে চলেছি বড়াই;
চলেছে সংঘাত, সংঘাত অবিরাম
নিজের সঙ্গে শুধু নিজেরই লড়াই।।
তকদিরে লেখা ছিলো ফুল হবো ফুল
এ হৃদয় কণ্টকে ছিলো মশগুল
ক্ষত বিক্ষত ফুল বুকেতে সুবাস নিয়ে
ফিরে এসে অবশেষে তোমাকেই চাই।।
সূর্যটা উঠেছিলো, কেটেছিলো রাত
ঘুমিয়ে ছিলাম তাই বুঝিনি তফাৎ
সে সুখের রোদটুকু হারিয়ে অবহেলায়
তোমার দুয়ারে আজ এই অবেলায়।।
মুছতে পারিনা তবু ঘষি ইরেজার
কালো মেঘ দানা বাঁধে আকাশে আমার,
দূর কোরে দাও মেঘ বাঁচুক চকোর; প্রভু,
ভিজুক হৃদয় আজ ভরা জোছনায়।।
২৬.০১.২২
মন্তব্য করুন