উঠে আয় আঙুল ছুঁয়ে / সাইফ আলি

যদি তোর মাটির চোখে ব্যথার মতো বৃষ্টি ঝরে
আর তুই কাঁপতে থাকিস একলা বসে তোর শহরে
গুটিয়ে পালক-পাখা, স্বপ্ন আঁকা ইচ্ছাগুলো;
ভেঙে ফেল জমাট ঘোলা অন্ধকারের কিচ্ছাগুলো।

কেনো তুই প্রদীপ জ্বেলে একলা আঁধার বইতে গেলি
ঢেলে সব প্রেম পেয়ালায়, কষ্ট একা সইতে গেলি?
আমি তোর একলা রাতের তারার মতো সঙ্গী হলে;
দুজনেই প্রতাপশালী যুদ্ধজয়ী জঙ্গি হলে?

উঠে আয় আঙুল ছুঁয়ে, একসাথে আজ শপথ করি-
তুই আমার দিন, আমি তোর রাত-প্রহরী।

২৩.০২.২২

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: