যে আগুনে ছাই হয়
সে আগুন পোড়ায় না মন,
তবু ক্যানো জল টানো
জলে কার কমেছে দহন?
চোখের আগুনে পুড়ে
ঠোঁটের আগুনে পুড়ে
পুড়ে পুড়ে প্রেমিকার তাপে,
পুরুষ ধারালো হয়
ক্রমাগত আলো হয়
শুদ্ধ, অজেয় ধাপে ধাপে।
আগুনে অরুচি যার
সে কেমন পুরুষ তা বুঝি না,
কেবলই কাতর চোখে
শুদ্ধ প্রেমের জল খুঁজি না।
২৩.০২.২২
মন্তব্য করুন