শিউলির ঘ্রাণে মুগ্ধ সকাল
শিউলি পায়ের তলে,
শিউলিরা ফোটে ঝরার জন্য
বিষিয়ে জীবন-জলে।
গ্রামের শিউলি শহর সফরে
জোগাড় করতে রুটি,
নিস্ব হয়েছে ভেতরে বাইরে
ভুলে গেছে খুনসুটি।
সেলাই শিউলি জীবিকার কাছে
বিকিয়ে সকল ইচ্ছে,
সকাল বিকাল জননী তোমার
দু’হাতে যত্ন নিচ্ছে।
মেয়ে নাকি দাসী? কোন পরিচয়
প্রাপ্য, কোনটা দিচ্ছো?
কতো শিউলির স্বপ্নে তোমার
নিজেকে মিলিয়ে নিচ্ছ?
স্বদেশ জননী, এ দায় তোমার,
তোমার দুচোখে ঘুম নেই;
তোমার কণ্যা শিউলির ঠোঁটে
আজো প্রেমিকের চুম নেই।
১৩.০২.২২
মন্তব্য করুন